পাশ্চাত্য শিক্ষার কুফলঃ
লিখেছেন লিখেছেন আপোষহীন জনতা ৩০ আগস্ট, ২০১৩, ০৭:৩৫:২৫ সকাল
দেশে কিছু জ্ঞাণপাপী আছে তাদের মাথাটা আসলে পঁচা গোবরের ঢিবি।উর্দু আর আরবি বিরোদ্ধাচারনের অন্তরালে কওমি মাদরাসাকে নিয়ে কুটুক্তি আর বিষোদাগার ছড়ানোই হল তাদের মূল লক্ষ্য।এসব জ্ঞাণপাপীদের মধ্য থেকে "মাহমুদা খানম" নামের এক আবালি একদিন কালের কন্ঠে লিখল " বাংলা ভাষার জয যোদ্ধ হলেও কিন্তু কওমি মাদরাসাগুলোতে শিক্ষার মাধ্যম এখনো বাংলা হয়নি।উর্দু আর আরবি শিক্ষার মাধ্যমে ছাত্ররা হয়ে উঠে জঙ্গী মবোভাবাপন্ন জন্ম নেয় সন্ত্রাসী" বাহ খুব সুন্দর যদি বাংলার জন্য এত দরদ হয় তাহলে টকশোতে ইংরেজি মারতে কেন এত পুলক লাগে,কলেজ বিশ্ববিদ্যালয় গুলোতে বাংলার পরিবর্তে শিক্ষকদের মুখে কেন ইংরেজির খৈ ফুটে? তাহলে কি সালামেরা ইংরেজির জন্য জিবন বিলিয়েছিল? আরবি ও উর্দু পডে যদি সন্ত্রাসী হয় তাহলে জাবি'র সোনার ছেলে খ্যাত মানিক যে ধর্ষনের সেন্চুরিতে মিস্টি বিতরন করেছে,বিশ্বজিত হত্যাকারিরা,পুলিশকণ্যা ঐশি,বরিশাল পলিটেকনিক এ গোস্ত হাটার মত কুপিয়ে যারা ছাত্র হত্যা করেছে রাবি,ঢাব,ও চবি প্রতিনিয়ন চলে খুণ ধর্ষণ আর চাদাবাজি এগুলোও কি উর্দু শিক্ষার প্রভাব? এরা কোন কওমি মাদরাসার ছাত্র? আসলে কথা হল কওমি শিক্ষাব্যাবস্থা একজন ছাত্রকে গড়ে জুলে আদর্শবাদি হিসেবে।নাস্তিকরা এটা মানতে রাজি নয়।তার তারা মিডিয়াজুড়ে লেলিয়ে আইয়েছে মাহমুদা খানমদের মত জ্ঞাণপাপীদের।
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন